Parts of speech(পদ প্রকরণ) কাকে বলে
বাক্যের মধ্যে অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই parts of speech বলে। এখানে part অর্থ হল “অংশ” এবং speech অর্থ হলো বাক্য। অর্থাৎ parts of speech হল বাক্যের এক একটি অংশ।
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি Part of Speech বলে
Example:
- Rahim goes to school regularly.
- He is a good boy.
- He goes to school.
১ নং বাক্যে Rahim, goes, to, school, এবং regularly প্রত্যেকটি একেকটি part of speech.
ঠিক একই ভাবে ২ নং বাক্যে, he, is, a, good, boy ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটিই একেকটি Part of Speech. কারণ, তারা প্রত্যেকটিই বাক্যের অংশ।
Parts of Speech আট
প্রকার। যথা-
- Noun (বিশেষ্য)
- Pronoun (সর্বনাম)
- Adjective (নাম বিশেষণ)
- Verb (ক্রিয়া)
- Adverb (ক্রিয়া বিশেষণ)
- Preposition (পদান্বয়ী অব্যয়)
- Conjunction (সংযোজক অব্যয়)
- Interjection (আবেগ সূচক অব্যয়)