Pronoun কাকে বলে? কত প্রকার ? কি কি?

Pronoun (সর্বনাম)

Pronoun: Noun এর পরিবর্তে যেসকল word ব্যবহৃত হয়, তাদেরকে  pronoun বলে। Example: he, she, they etc. এটি  নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা group কেবোঝাতে use হয়। 

Pronoun এর গুরুত্ব

  • Pronoun ভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ। Pronoun ব্যবহার না করলে বাক্য গঠন করা কঠিন হয়ে পড়ে। Pronoun ব্যবহার করে বাক্যকে সাবলীল, সংক্ষিপ্ত এবং স্পষ্ট করা যায়। 
  • বারবার একই শব্দ পুনরাবৃত্তি এড়ানো: Pronoun ব্যবহার না করলে একই শব্দ বারবার ব্যবহার করতে হয়, যা বাক্যকে একঘেয়ে এবং অসাবলীল করে তোলে। Pronoun ব্যবহার করে বাক্যকে সাবলীল ও সংক্ষিপ্ত করা যায়।
  • বাক্যের স্পষ্টতা বৃদ্ধি: Pronoun ব্যবহার করে বাক্যের অর্থ স্পষ্ট করা যায়। 

  • Pronoun, Kinds

প্রকারভেদ 

Pronoun আট প্রকার। যথা-

Personal Pronoun ( ব্যক্তিবাচক সর্বনাম ):  যে pronoun কোন ব্যক্তির পরিবর্তে বসে, তাকে personal pronoun বলে। Example- I, we, he, she, you, they.

Possessive Pronoun ( অধিকারসূচক সর্বনাম ):  Possessive adjectives (my, our, their, his, her, its) এর পরে যে  noun থাকে তার পরিবর্তে যে pronoun ব্যবহার করা হয় কোন কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে সেগুলোকে  possessive pronoun বলে। 


Demonstrative Pronoun ( নির্দেশক সর্বনাম ): যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুুকে নির্দেশ করে তাকে Demonstrative Pronoun বলে ।যেমন : This, Those, These, That ইত্যাদি ।


Relative Pronoun ( সম্বন্ধবাচক সর্বনাম ): পূর্বে ব্যবহৃত কোন Noun বা Pronoun এর পরিবর্তে যে Pronoun বসে তাকে Relative Pronounবলে । যেমন: The man who came here yesterday. এখানে পূর্বে ব্যবহৃত Noun "The man" এর পরিবর্তে who বসেছে , তাই who হল Relative Pronoun.

Reflexive Pronoun ( আত্মবাচক সর্বনাম ): Subject কে বুঝাতে যে Pronoun  ব্যবহৃত হয় তাকে Reflexive Pronoun বলে ।এ ধরণের Pronoun গুলো Personal Pronoun -এর Objective ও Possessive form -এর সাথে self বা selves যুক্ত হয়ে গঠিত হয়। Example : myself, himself, themselves, yourself, herself  ইত্যাদি ।


Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম ): প্রশ্ন করতে যে Pronoun ব্যবহৃত হয়। Example: Who, Which, Whom, What etc.


Distributive Pronoun (বন্টন নির্দেশক সর্বনাম): দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে যেসব Pronoun পৃথকভাবে বুঝায়, তাদেরকে distributive pronoun বলে। Example: each, every, either, neither etc.

Indefinite Pronoun ( অনিদিষ্টবাচক সর্বনাম ):  কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় এরূপ Pronoun  কে Indefinite Pronoun বলে। Example: Anybody, Anything, Everyone, Each, Nobody, Nothing, etc.


Reciprocal Pronoun ( পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম ):  দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক যে সকল Pronoun ব্যবহৃত হয়, তাদেরকে Reciprocal Pronoun বলে। Example: Each other, One another etc.

Previous Post Next Post